রাজশাহীতে সারা দেশের ন্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ছাত্র-জনতার জুলাই বিপ্লবের একমাস পূর্তিতে শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে জিরো পয়েন্ট রেলগেট বিশ্ববিদ্যালয় রুয়েট এবং পুরো রাজশাহী শহরের বিভিন্ন এলাকা থেকে মার্চ করে তালাইমারিতে গিয়ে মিলিত হয়। সেখানে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে কবিতা, গান ও স্মৃতিচারণ ও শেষে দোয়া ও অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লবকে চির অম্লান করতে রাজশাহীর সর্বস্তরের জনসাধারণ ‘শহীদি মার্চ’ উপস্থিত হয়।