সাতক্ষীরার আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে ঘেরের বাসা থেকে গলায় রশি দেওয়া অবস্থায় রাজা সরদার (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া রাজা সরদার উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছোট ছেলে।
রাজার বড় ভাই বাদশা বলেন, মানিকখালী ব্রিজ এলাকায় তাদের একটি মাছের ঘের রয়েছে। সেই ঘেরের দেখাশোনার দায়িত্ব ছিল রাজার ওপর। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ঘেরে চৌকি দেওয়ার জন্য বাসায় এসেছিল রাজা। শুক্রবার সকালে বাড়ি যেতে দেরি হওয়ার কারণে ঘেরে এসে দেখি গোয়ালায় রশি দেওয়া অবস্থায় দরজার সামনে ঝুলে আছে।
এ দিকে স্থানীয় একটি সূত্রেরর দাবি, কিছুদিন আগে রাজা পরিবারের অমতে বিয়ে করে। তবে পরিবারে কোনো অশান্তি ছিল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।