• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৬
ছবি: আরটিভি

কক্সবাজার জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।

সভায় জেলা প্রশাসকের কাছে গণমাধ্যমকর্মীরা নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসকের অর্পিত দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে পরিচ্ছন্ন এবং সুন্দর কক্সবাজার গড়ার কথা বলেন। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জি এ এম আশেক উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) রুবাইয়া আফরোজসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা ও কর্মরত সাংবাদিকরা।

আরটিভি/ এমএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা 
ভাইয়ের হাতে ভাই খুন, ঘাতক র‍্যাবের হাতে গ্রেপ্তার 
কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ গ্রেপ্তার
কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত