সেপটিক ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ০৩:৪৬ পিএম


সেপটিক ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

যশোরের অভয়নগরের পল্লীতে নিখোঁজ সবিতা রানী দে নামে এক নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার ভাটপাড়া গ্রামের প্রতিবেশী নিয়ামুলের সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সবিতা রানী ওই গ্রামের মিলন কুমারের স্ত্রী।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মঙ্গলবার গরুর খাবার সংগ্রহ করতে বাড়ির পাশের বাঁশ বাগানে যান সবিতা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে বিষয়টি স্থানীয় ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ মিলন কুমার দে’র বাড়িতে যায়। এ সময় পুলিশ এলাকায় খোঁজ করতে থাকে। একপর্যায়ে প্রতিবেশী নিয়ামুলের পোল্ট্রি ফার্মের পাশে বেশ কিছু আলামত দেখে পুলিশের সন্দেহ হয়। সেই সূত্র ধরে আশপাশে সবিতা রানীকে খোঁজ করতে থাকে পুলিশ। পরে নিয়ামুলের সেপটিক ট্যাংকের ভেতর থেকে সবিতা রানীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়বুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে মরদেহ গুম করতে সেপটিক ট্যাংকের ভেতর ফেলা হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুভ্র প্রকাশ দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের যাই। সেখানে আমাদের ভাটপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ থাকেন। আমি তাকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এসএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission