রাজশাহীতে মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত
রাজশাহীতে শারদীয় দুর্গোৎসবের অংশ হিসেবে আজ সকাল থেকে মহাঅষ্টমী ও নবমীর আনুষ্ঠানিকতা চলছে।
শুক্রবার (১১ অক্টোবর) বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত হয় কুমারি পূজা। কুমারী পূজার আয়োজন করে রাজশাহীর শেখেরচক এলাকার ত্রিনয়নী সংঘ।
এবার কুমারী হিসেবে আসনে বসেন ৪ বছরের অভিলাশা জয়সোয়াল। কুমারী পূজোর আনুষ্ঠানিকতা সম্পূন্ন করেন ত্রিনয়নী সংঘের পুরোহিত দিনানাথ চক্রবর্তী। এবার তিথি জটিলতায় অষ্টমীর আনুষ্ঠানিকতার শেষে একই দিন শুরু হয় নবমীর আনুষ্ঠানিকতা।
বিহিতপূজার মাধ্যমে শুরু হয় মহানবমী আনুষ্ঠানিকতা। পূজা শেষে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয়। নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহা আরতি’করা হবে। মন্ডপে-মন্ডপে প্রাণের উৎসবের সঙ্গে সঙ্গে ভক্তদের মাঝে বইবে বিষাদের সুর। ভক্তদের প্রত্যাশা সকল অশুভ শক্তির বিনাশ হবে। সেই সঙ্গে সকল সাম্প্রদায়িক সহিংসতা মুক্ত হবে দেশ।
আরটিভি/এমকে
মন্তব্য করুন