সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ , ১২:৫৯ পিএম


সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত
ছবি: সংগৃহীত

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আজওয়াদ প্রকাশ মাহিন (১৩) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজওয়াবদ হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধুমাহবুবের বাড়ির বাসিন্দা কাঠ মিস্ত্রি আলমগীরের ছেলে। তবে তারা ওই এলাকার আলহাজ্ব আবু সৈয়দ ম্যানসনের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজওয়াদ রাস্তা পার হয়ে মাদরাসায় ঢোকার জন্য অপেক্ষা করছিল। এ সময় নগরমুখী একটি বেপরোয়া গতির বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা মাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনার পরপর চারিয়া মাদরাসা ও এলাকাবাসীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি মফিজ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান জানান, ঘাতক বাসটিসহ চালককে আটক করা হয়েছে।

আরটিভি/এফআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission