ইলিশ রক্ষা অভিযানে পুলিশ ও মৎস্য অফিসারের ওপর হামলা
মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে আমিনুল ইসলাম (২৪) নামে এক জেলেকে ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা পুলিশ এবং মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা করে। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস ও ক্ষেত্র সহকারী সাখাওয়াত হোসেন আহত হন।
রোববার (২৭ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রোববার রাতে অভিযান শেষে ঘাটে এসে জাল ও আসামি নামানোর সময় পুলিশের হেফাজত থেকে আসামি পানিতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পানিতে নেমে আসামিকে আবার ধরে। এ সময় ঘাটে অবস্থানরত কিছু দুর্বৃত্ত পুলিশ এবং মৎস্য অফিসারের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে উপজেলা মৎস্য অফিসার বিজয় চন্দ্র দাস ও ক্ষেত্র সহকারী সাখাওয়াত হোসেনকে ধাওয়া করে। মৎস্য অফিসার ও ক্ষেত্রসহকারী দৌড়ে দ্রুত মূল রাস্তায় (বেড়িবাঁধে) আসলে স্থানীয়রা তাদের রক্ষা করে।
পরে জব্দকৃত ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পোড়ানো হয়। আটককৃত আসামি মাহমুদপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আমিনুল ইসলামকে ভ্রমমাণ আদালতে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, অভিযান কঠোর হচ্ছে বলে জেলেরা মাছ শিকার করার সুযোগ পাচ্ছে না। তাই তারা উগ্র হয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে। তবে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এফআই
মন্তব্য করুন