দুই গ্রুপের মারামারি, সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগ্নে নিহত
![দুই গ্রুপের মারামারি, সাবেক শ্রম প্রতিমন্ত্রীর ভাগনে নিহত](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/04/image-298480-1730733092.jpg)
খুলনায় দুই গ্রুপের মারামারিতে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগ্নে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) নিহত হয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) সকালে নগরীর দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে মাদকসহ চারটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী।
যৌথবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, সোমবার সকালে দৌলতপুরের আঞ্জুমান মসজিদ সড়কে মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযান থেকে ফেরার পথে সড়কে মারামারির ঘটনা দেখে সেখানে যান তারা। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে লোকজন রূপমকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। তবে এ বিষয়ে যৌথবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি।
দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, যৌথবাহিনীসহ বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি, সকালে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গণ্ডগোল হয়। এটি যৌথবাহিনী জানতে পারে। তারা সেখানে গিয়ে দেখে একজন আহত অবস্থায় পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জানতে পারে তার নাম রুপম। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
উল্লেখ্য, রূপমের বিরুদ্ধে ২০১৪ সালের ৭ ডিসেম্বরের একটি মাদক মামলা রয়েছে। ২০২২ সালের ২৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দৌলতপুর থেকে ১৮পিস ইয়াবাসহ রূপমকে আটক করেছিল। এর আগে ২০১৪ সালের ৭ ডিসেম্বর দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে রূপমসহ ২ জনকে ৩৯৫ পিস ইয়াবাসহ আটক করেছিল র্যাব। নিহত রূপম আঞ্জুমান সড়কের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন
আইনজীবী হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার
![আইনজীবী হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/27/image-301860-1732718993.jpg)
হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক
![হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/27/image-301876-1732730073.jpg)
শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
![শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/28/image-302008-1732804170.jpg)
আইনজীবী সাইফুল হত্যা: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
![আইনজীবী সাইফুল হত্যা: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/29/image-302110-1732877406.jpg)
কারাগারে ডিভিশন পাননি চিন্ময়, দেওয়া হচ্ছে যে খাবার
![কারাগারে ডিভিশন পাননি চিন্ময়, দেওয়া হচ্ছে যে খাবার](https://www.rtvonline.com/assets/news_photos/2024/11/29/image-302125-1732883284.jpg)
হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম
![হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/04/image-302842-1733294838.jpg)
ফেসবুকে প্রেম, বাড়ি গিয়ে প্রবাসীর স্ত্রী দেখলেন প্রেমিক ৯ম শ্রেণির ছাত্র
![ফেসবুকে প্রেম, বাড়ি গিয়ে প্রবাসীর স্ত্রী দেখলেন প্রেমিক ৯ম শ্রেণির ছাত্র](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/04/image-302944-1733330944.jpg)