যশোরে স্কুলছাত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
যশোর সদর উপজেলার হৈবতপুর কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে থেকে তাসফিয়া হক রিয়া (১১) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাত-পা ও মুখ বাধা অবস্থায় গ্রিলের সঙ্গে ঝুলানো এ মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক।
জানা যায়, তাসফিয়া হক রিয়া ওই এলাকার ব্যবসায়ী তোফাজ্জল হক লিটন ও স্কুল শিক্ষক খালেদা পারভীন রেখা দম্পতির মেয়ে। সে মানিকদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী ও থানা সূত্র জানায়, সকালে কাজে বের হয়ে যান লিটন ও স্কুলে চলে যান খালেদা। বেলা ১১টার দিকে লিটন বাড়িতে ফিরে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে যান। এ সময় মেয়ের সাড়া শব্দ না পেয়ে ভেতরে গিয়ে দেখতে পান মেয়ের হাত-পা ও মুখ বাঁধা। আর জানালার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মেয়ে ঝুলছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় স্থানীয় এক ডাক্তারের কাছে নিলে তিনি ওই শিশু আগেই মারা গেছে বলে জানান।
এরপর পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তাসফিয়া হক রিয়ার চাচা সোনালী ব্যাংকের সাবেক অফিসার রওশন আলী বলেন, ‘এটি হত্যাকাণ্ড। হাত-পা মুখ বাঁধা ও গ্রিলে ঝুলানো অবস্থায় মেয়েটির মরদেহ উদ্ধার হয়েছে। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এলাকার কোনো দুর্বৃত্ত চক্র বাড়িতে ঢুকে ওই ঘটনা ঘটিয়ে চলে যেতে পারে।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
আরটিভি/এমকে/এআর
মন্তব্য করুন