• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ট্রাম্পের জয়ে গোপালগঞ্জে খিচুড়ি ভোজ

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ২২:০৬
সংগৃহীত ছবি

ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এ বিজয়ে বাংলাদেশের গোপালগঞ্জে খিচুড়ি ভোজের আয়োজন করেছে যুবকরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমুর অর্থায়নে এই আয়োজন করা হয়। শতাধিক মানুষকে এ খিচুড়ি খাওয়ানো হয়।

জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী মো. লুৎফর রহমান হিমু। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইনান্স মেম্বারও। হিমুর পক্ষে এ খিচুড়ি ভোজের আয়োজন করেন তার বন্ধু কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন। তার বাড়িতেই এ খিচুড়ি রান্না করে স্থানীয় যুবসমাজ।

এ বিষয়ে মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আমার বন্ধু লুৎফর রহমান হিমু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু। সে আমাকে কথা দিয়েছিল- ডোনাল্ড ট্রাম্প জিতলে খিচুড়ি খাওয়াবে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছেন। এ উপলক্ষে আমার বন্ধু হিমুর অর্থায়নে আমরা কয়েকজন এই খিচুড়ি ভোজের আয়োজন করেছি। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরা আনন্দিত ও গর্বিত।’

আরটিভি/এসএপি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সিলেটে নতুন আমেরিকান কর্নারের উদ্বোধন করল যুক্তরাষ্ট্র দূতাবাস
গোপালগঞ্জে রেস্তোরাঁয় মিলল এক ব্যক্তির মরদেহ
ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতিতে যা বলল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য