• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল হত্যায় আটক ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ১৫:২৯
ফাইল ছবি।

লক্ষ্মীপুরে কাজির দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের ঢাকার একটি জায়গা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো- বাহার উদ্দিন, মোবারক হোসেন ও তুষার ইসলাম। আটককৃত তিনজনই সদর উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত তিনজনই হিরালাল দেবনাথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া কি কারণে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বিস্তারিত জানার জন্য আটককৃতদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পালয় নামে হিরালাল দেবনাথের একটি জুয়েলারি দোকান রয়েছে। দোকানের কার্যক্রম শেষ করে গত ৮ আগস্ট রাত ৯টার দিকে থেকে বাড়ির দিকে যাওয়ার পথে জুয়েলারি ব্যবসায়ী হিরালাল দেবনাথকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরেরদিন নিহত হিরালাল দেবনাথের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করে সংখ্যালঘুরা।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৬৭ জনের বিরুদ্ধে মামলা
বিডিআর হত্যাকাণ্ডে কোনো দেশের সম্পৃক্ততা পেলে দায়ী করা হবে: ফজলুর রহমান
এবার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ