ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

কাপ্তাই হ্রদে সুবলং চ্যানেল জয়ে জলে ৩০ প্রতিযোগী

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ , ০৭:১২ পিএম


loading/img
ছবি: আরটিভি

‘কাপ্তাই লেকে কাটবে সাঁতার, ভয় করবে জয়, নিয়মিত কাটলে সাঁতার স্বাস্থ্য ভালো রয়’ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সুবলং চ্যানেল সুইমিং।

বিজ্ঞাপন

শনিবার (১৬ নভেম্বর) সকালে সুবলং বাজার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। কাপ্তাই হ্রদের মোট ১৩ দশমিক ৫ কিলোমিটার পথ সাঁতরে পাড়ি দেবেন প্রতিযোগিতায় অংশ নেওয়া বেঙ্গল ডলফিনস সাঁতারু দলের মোট ৩০ জন প্রতিযোগী। শহরের শহীদ মিনার ঘাটে এসে প্রতিযোগিতা শেষ হয়। এতে প্রথম হয়েছে বরগুনার প্রতিযোগী সাইফুল ইসলাম রাসেল।

রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, রাঙামাটির শিশু-কিশোররা যাতে কাপ্তাই হ্রদকে আর ভয় না পায় সে জন্যই আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতারুরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আমি আশা করছি সাঁতারের এই বিপ্লব রাঙামাটির আনাচে কানাচে ছড়িয়ে যাবে।

বিজ্ঞাপন

প্রতিযোগিতা শেষে দুপুরে জেলা শহীদ মিনার প্রাঙ্গণে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। তিনি আগামী বছর রাঙামাটি-কাপ্তাই হ্রদে এই প্রতিযোগিতার আয়োজনের ঘোষণা দেন।

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |