• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

টিফিনবক্সে বিষ, হাসপাতালে স্কুলছাত্রী

আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১০:২০
টিফিনবক্সে বিষ, হাসপাতালে স্কুলছাত্রী
ছবি : সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় বিদ্যালয়ের তিন ছাত্রীর টিফিনে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহিনুর আক্তার নামে নবম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলার চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বুধবার (২০ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থীর স্বজনরা।

আহত শিক্ষার্থী শাহিনুর আক্তার জানায়, সোমবার বাড়ি থেকে টিফিন বক্সে দুপুরের খাবার নিয়ে এসে তিন বান্ধবী বিদ্যালয়ের লাইব্রেরিতে রাখে। টিফিনের সময় সে বক্স থেকে খাবার খাওয়ার সময় বিষের গন্ধ পায়। একই সময় তার বান্ধবী মীম ও মুন্নিও বক্স খুলে বিষের গন্ধ পায়। এরপর তারা ভাতগুলো খায়নি। শাহিনুর কয়েক লোকমা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে শাহিনুর আক্তারের মা আকলিমা আক্তার বলেন, বিদ্যালয়ে এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি এ ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল বলেন, শিক্ষার্থীরা বাড়ি থেকে ওই খাবার এনেছে। সেগুলো নিয়ে প্রাইভেটও পড়েছে। এখন ওই খাদ্যদ্রব্যে বিষ কোথা থেকে এসেছে সঠিকভাবে বলা সম্ভব নয়। এ ছাড়া খাদ্যদ্রব্যগুলো আমরা পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান বলেন, ওই ছাত্রীকে আমরা বিষক্রিয়ার রোগী হিসেবেই চিকিৎসা দিচ্ছি। তবে ওই খাদ্যদ্রব্য ল্যাব পরীক্ষা ছাড়া কোনো কিছুই বলা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮১ বছর পর ২৪ সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে জাপান
কুমিল্লায় ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ
কুমিল্লার নিমসার বাজারে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু