• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

শেরপুরে পুকুরে ডুবে যমজ ২ শিশুর মৃত্যু

আরটিভি নিউজ

  ২০ নভেম্বর ২০২৪, ১৫:৫৬
শেরপুরে পুকুরে ডুবে যমজ ২ শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুকুরে ডুবে ২ যমজ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ।

মৃত শিশু দুটির নাম- রেজুওয়ানা ও রেজবানা। দুজনেরই বয়স দেড় বছর। কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান।

স্থানীয়রা জানান, শিশু দুজন বেশিরভাগ সময় নানার বাড়িতেই থাকতো। বুধবার সকালে খেলতে বের হয়ে একপর্যায়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি আনোয়ার জাহিদ বলেন, মৃত শিশুদের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোগাই নদীতে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর 
সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার
শেরপুরে মাদক বিক্রির অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি
জিআই স্বীকৃতি পেল শেরপুরের ছানার পায়েস