• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা, সেই নারী আটক

আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২৪, ১৪:২৩
মো. আল আমিন মিয়া ও তার স্ত্রী কুলসুম বেগম। ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় অভিযুক্ত বাদী কুলসুম বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে কক্সবাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান পরিচালনা করে মিথ্যা মামলার বাদী কুলসুম বেগমকে আটক করা হয়। এ সময় রুহুল আমিন ও শফিকুল নামের দুই যুবককেও আটক করা হয়। বর্তমানে তারা আশুলিয়া থানায় রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর কুলসুম বেগম তার জীবিত স্বামী মো. আল আমিন মিয়াকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

তিনি এজাহারে উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র-জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী মো. আল আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন। এ ব্যাপারে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়। পরে এটি ৮ নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। পরে এ সকল তথ্য গণমাধ্যমে প্রচার হলে আইনশৃঙ্খলা বাহিনী সিলেটের দক্ষিণ সুরমা থানা থেকে আল আমিনকে উদ্ধার করে।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাম্বুলেন্স-বাসে আগুনে ৪ জন নিহত, দুই চালক গ্রেপ্তার
সাভারে বাস-অ্যাম্বুলেন্সে আগুন, অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪
সাভারে প্রতিবন্ধী শিশুকে নৃশংসভাবে হত্যা করল মা
ধলেশ্বরী নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার