• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনতাই, পুলিশ সদস্যদের মারধর

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫৪
হাতকড়া পরা অবস্থায় আসামি ছিনতাই, পুলিশ সদস্যদের মারধর
ছবি : সংগৃহীত

নড়াইল সদরে বিল্লাল শেখ (৫০) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সদরের গোবরা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম ।

বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। সে চারটি মামলার এজাহারভুক্ত আসামি।

জানা যায়, ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে।

বিকেলে সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে পুলিশ। আসামিকে থানায় নেওয়ার পথে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির ছেলে জুয়েল, ভাইয়ের ছেলে শাকিল। এ সময় আসামি বিল্লালের স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক মানুষ পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যান।

একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে পলাতক আসামি বিল্লালের বিরুদ্ধে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা, যুবকের কারাদণ্ড
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস কারাগারে
নড়াইলে মদপানে স্কুলছাত্রীর মৃত্যু
নড়াইলে শিশু হত্যায় পাঁচজনের যাবজ্জীবন