• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২৪, ১৭:৩০
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ছবি: আরটিভি

চট্টগ্রামের পটিয়া ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) সকালে ও শনিবার সন্ধ্যার দিকে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জসিম জানিয়েছেন, বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কমলমুন্সির হাট এলাকায় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আবুল কালাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি পটিয়া উপজেলার উত্তর খরনা এলাকায়।

এ ঘটনায় আবদুল জব্বার নামের আরেক ব্যক্তি ও তার স্ত্রী মর্জিনা বিনতে হ্যাপি আহত হয়েছেন। তাদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

এ দিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে সীতাকুণ্ডের বারআউলিয়া হাইওয়ে থানায় ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ বলেন, শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে গুরতর আহত হন মো. ফটিক (৪৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১২টার দিকে ফটিকের মৃত্যু হয়। তার বাড়ি বাড়বকুণ্ডের অনন্তপুর গ্রামে। তিনি স্থানীয় একটি রেস্টুরেন্টের বাবুর্চি ছিলেন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জোর করে পদত্যাগ’ করানো সেই উপাধ্যক্ষের মৃত্যু
আন্দোলনে একাই ২৮টি গুলি ছোড়েন ফরিদ, অবশেষে গ্রেপ্তার 
হামলার প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
পরিচ্ছন্ন নগর বানাতে শিক্ষার্থীদের পাশে চান চসিক মেয়র