• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

আবাসিক হোটেল থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
আবাসিক হোটেল থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রংধনু আবাসিক হোটেল থেকে মধ্য বয়সী অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে পুলিশ হোটেলের ৫২৬ নম্বর কক্ষ থেকে এ মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি স্বপন কুমার।

রংধনু আবাসিক হোটেলের ম্যানেজার ওয়াশিম বলেন, রোববার দিবাগত রাত দেড়টার দিকে নিহত নারীসহ তার স্বামী পরিচয়ে এক ব্যক্তি হোটেলে ওঠেন। পরে তাদেরকে ৫২৬ নাম্বর রুমটি ভাড়া দেওয়া হয়। আজ বেলা ১১টার দিকে রুম পরিষ্কারের জন্য আয়া গেলে রুমটি ভিড়ানো অবস্থায় বন্ধ পায়। এরপর ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। এর কিছুক্ষণ পরে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করেন আয়া। হোটেল কর্তৃপক্ষ দরজা খুলে ভেতরে গিয়ে দেখতে পান নারীর গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দেন।

এই দম্পতির পরিচয় জানতে চাইলে তিনি বলেন, নিহত নারীর নাম জানি না। তবে তার স্বমী পরিচয়ে যে ব্যক্তি হোটেলে উঠেছিলেন তার নাম রুবেল হোসেন, বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায়।

তবে তাদের কাছ থেকে রাখা হয়নি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বলে জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার বলেন, আমরা নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছি। হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামিকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার 
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
মালিবাগে আবাসিক হোটেলে প্রবাসীর ঝুলন্ত মরদেহ, প্রেমিকা গ্রেপ্তার