• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৮
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয় ট্রাক। এতে ট্রাক ও অটোরিকশার চালকরা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে কদম চিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন।

নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক আলফু এবং বাগেরহাট জেলার কচুয়া এলাকার বাসিন্দা ট্রাক চালক মোস্তাকিম।

জানা যায়, মঙ্গলবার সকালে পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক কদম চিলান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয় এবং পরে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আলফু নিহত হন। আহত অবস্থায় ফায়ার সার্ভিস ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে বড়াইগ্রামের বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ট্রাক চালক মোস্তাকিম মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাঈল হোসেন বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষ, আহত ৭
নাটোরে শ্মশানের ঘটনায় অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে পিটিআই: প্রেস উইং ফ্যাক্টস
চলন্ত ট্রেনের বগিতে আগুন, নেভালেন স্থানীয়রা
আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু