প্রতিবেশীর বাড়িতে মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ
বগুড়া শহরের চারমাথার ধমকপাড়া এলাকায় নিখোঁজের একদিন পর মাহাদি হাসান নামের পাঁচ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তহমিনা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল আটটার দিকে প্রতিবেশী ভাড়াটিয়ার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহাদি ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক নারীর নাম তাহমিনা খাতুন। তিনি শিবগঞ্জের জানগ্রাম এলাকার আনিস মন্ডলের স্ত্রী। তারা ধমকপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ কর্মকর্তা মঈন উদ্দীন জানান, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল শিশু মাহাদী ইসলাম। আজ সকালে ওই এলাকার স্থানীয় প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়ার বাড়িতে আটক নারীকে এক বস্তার পাশে পায়চারি করতে দেখে সন্দেহ হয়। এ সময় রতন ঘটনাটি এলাকাবাসীকে জানালে আটক ওই নারীর বাড়ি থেকে বস্তাবন্দি মাহাদির মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পাশাপাশি একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ব্যাপারে লেখা আছে। আমাদের ধারণা, মুক্তিপণের জন্য শিশু মাহাদিকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।
আরটিভি/একে/এস
মন্তব্য করুন