চাঁদপুর সদর চান্দ্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলন

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ০৮:১১ পিএম


চুয়াডাঙ্গায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগা মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। 

চান্দ্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইকবাল খানের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মো. আবদুল কাইউম শেখের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাজাহান খান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারী মো. জুবায়ের হোসেন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. সুলতান মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিগত স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষকে গত ১৭ বছর সুখে থাকতে দেয়নি, ঘরে ঘুমাতে দেয়নি। বিশেষ করে তারা জামায়াতে ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে জেলে নিয়েছে। স্বৈরাচার সরকার জামায়াত-শিবিরের নেতাকর্মীদেরকে একে একে ফাঁসি দিয়ে তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতার মূলমন্ত্র হলো বৈষম্যবিরোধ। জামায়াতে ইসলামের নেতাকর্মীরা টেন্ডার জুলুমবাজ এসবের ভেতরে নেই, তারা জনগণের সেবক হতে চায়। জামায়াতে ইসলামী এ দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.