• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ২০:১১
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে যুবদল নেতা সেলিম মেহফুজ মিল্টনকে (৪৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আশহাব আল রাফিদ।

গ্রেপ্তার সেলিম মেহফুজ মিল্টন দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আব্দুস সালাম মাস্টারের ছেলে।

তিনি দর্শনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

জানা যায়, মিল্টনের বিরুদ্ধে স্বর্ণ, মাদককারবারি, অবৈধ অস্ত্র, অগ্নি সংযোগের দায়ে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দর্শনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী চুয়াডাঙ্গা ক্যাম্পের একটি টহল দল। পরে তার বাড়িতে তল্লাশি করে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

এ বিষয়ে লেফটেন্যান্ট আশহাব আল রাফিদ বলেন, ‘গ্রেপ্তার মিল্টনকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে মিল্টন দর্শনায় ত্রাস হিসেবে পরিচিত লাভ করে। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শনায় যুবদল নেতা মিল্টন গ্রেপ্তার
যুবদল নেতা হত্যা, আ.লীগ নেতা ৫ দিনের রিমান্ডে
ঘুরতে আসা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার যুবদল নেতা
নকল শিশুখাদ্য বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা