পাথরঘাটায় স্কুলছাত্রীর আত্মহত্যা
বরগুনার পাথরঘাটায় লিমা (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে লিমার বাবা মো. জসিম উদ্দিন ফাঁস দেওয়া অবস্থায় তার মেয়ের মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এর আগে, ভোর রাতের কোনো একসময় সে গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা করছে পরিবার।
লিমা উপজেলা কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার পূর্ব ঘুটাবাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে জসীম উদ্দীনের মেয়ে।
লিমার বাবা জসিম উদ্দিন বলেন, ‘প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বাসার সবাই ঘুমিয়ে পড়ি আমরা। এরপর সকালে ঘুম থেকে ওঠে আমার মেয়েকে দেখতে না পেয়ে ওর মায়ের কাছে জিজ্ঞাসা করি। আমার স্ত্রী ঘরের মাচার দিকে তাকিয়ে দেখে লিজা গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। এ সময় চিৎকার দিলে আমি এসে মেয়েকে উদ্ধার করি। ততক্ষণে তার মৃত্যু হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমার মেয়ে লিজা জন্মের পর থেকেই কিছুটা মানসিক সমস্যায় ভুগছিল। আমার ধারণা, এ কারণেই তার মেয়ে আত্মহত্যা করেছে।’
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘আত্মহত্যার ঘটনা জানার পরেই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রকৃত ঘটনা নির্ণয়ের জন্য সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।’
আরটিভি/এমকে
মন্তব্য করুন