• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাওনা টাকা না পেয়ে অটোরিকশাচালককে হত্যা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ২৩:২০
পাওনা টাকা না পেয়ে অটোরিকশাচালককে হত্যা
ছবি: সংগৃহীত

চাঁদপুরে পাওনা টাকার জন্য এক অটোরিকশা চালককে হত্যার পর দোকানের ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। ওই অটোরিকশাচালকের নাম শরীফ তালুকদার (১৯)।

রোববার (১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী।

এর আগে, শনিবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টায় বাগাদী চৌরাস্তা এলাকায় রাসেল গাজীর অটোরিকশার পার্টসের দোকানে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন চৌরাস্তার অটোরিকশার পার্টসের দোকানদার নানুপুর গ্রামের মুজিব গাজীর ছেলে মো. রাসেল গাজী (২৮) ও তার দোকানের মিস্ত্রি সুমন পাটোয়ারীসহ (৩৫) অজ্ঞাতনামা কয়েকজন।

জসিম উদ্দিন ভুঁইয়া জানান, আমার ভাগ্নে শরীফের কাছে থেকে রাসেল গাজী অটোরিকশার দৈনিক ভাড়া বাবদ ১১ হাজার টাকা পাওনা ছিল। ওই টাকা আগামী ১২ ডিসেম্বর পরিশোধ করার কথা। কিন্তু এর মধ্যে শনিবার রাত আনুমানিক ৯টার দিকে রাসেল তার দোকানে ডেকে এনে ভাগ্নে শরীফকে বেধড়ক মারধর করেন। মারধরে তার মৃত্যু হয়েছে বুঝতে পেরে দোকানের কাঠের সঙ্গে পরনের বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখে। ঘটনাস্থল থেকে ভোর আনুমানিক ৫টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়েছেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, ঘটনাস্থল থেকে ওই চালকের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে আদালত প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কর্মসূচি পালন
চাঁদপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সভা
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ আটক ১০
চাঁদপুর সদর চান্দ্রা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলন