• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩
ফাইল ছবি

নওগাঁর রাণীনগর উপজেলার চকের ব্রিজ-সংলগ্ন এলাকায় ট্রেনে কাটাপড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী ও তার ১০ বছর বয়সী মেয়ে কোহেলী খাতুন। কোরবান আলী বাকপ্রতিবন্ধী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, কোরবান আলী সকালে মেয়েকে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে হন। ১০টার দিকে উত্তরবঙ্গগ্রামী একটি ট্রেন চকের ব্রিজ অতিক্রম করার পর লাইনের ওপর তাদের বাবা ও মেয়ের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে বাকপ্রতিবন্ধী কোরবান আলী মেয়েকে নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তাদের মরদেহ উদ্ধার করার জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।

আরটিভি/এমএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দর্শনায় যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন
নওগাঁয় বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার
যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে চলল ট্রেন
যমুনা রেলসেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু