কুষ্টিয়া সীমান্ত থেকে অস্ত্রসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ০৫:১৫ পিএম


কুষ্টিয়া সীমান্ত থেকে অস্ত্রসহ যুবক আটক
ছবি : আরটিভি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্রসহ জুয়েল রানা নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৭ বিজিবি) সদস্যরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদর দপ্তরে কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক জুয়েল উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

বিজ্ঞাপন

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে চরচিলমারী বিওপির টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর নামক স্থানে অভিযান পরিচালনা করে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ভারতীয় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলিসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য এক লাখ ২০ হাজার টাকা।তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। 

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission