কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির প্রতিবাদে ও কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিতরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিমুল হাসান অপুসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটিসহ জেলার সকল উপজেলা ও ইউনিয়ন কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তি করার কারণে জেলাব্যপী দলের ভেতরে মতানৈক্য সৃষ্টি হয়েছে। অবিলম্বে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা।
আরটিভি/এএএ