• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

জয়পুরহাটে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ২০:০৮
ছবি : আরটিভি

জয়পুরহাটে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধারসহ ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নিজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

তিনি জানান, অটোরিকশাটির চালক আব্দুর রাজ্জাক গত ৩ ডিসেম্বর রাতে জয়পুরহাট শহরের বাটারমোড়ে অবস্থান করছিলেন। এ সময় ছিনতাই চক্রের সদস্যরা ক্ষেতলাল উপজেলার মৌসুমি বাজারে যাওয়ার কথা বলে যাত্রী সেজে অটোরিকশাটিতে উঠেন। পথে তারা ফাঁসি তলা কুঠিপাড়া এলাকায় অটোরিকশাটির চালক আব্দুর রাজ্জাকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় অটোরিকশার মালিক বাদী হয়ে থানায় মামলা করলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া অটোরিকশসহ ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।

আটক ছিনতাই চক্রের সদস্যরা জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতো বলেও জানান পুলিশ সুপার।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৭৮ বাংলাদেশি নাবিকের ছবি প্রকাশ
মাদকসহ ছেলে আটক, পালাতে গিয়ে বাবার মৃত্যু
দেশে কচ্ছপের সবচেয়ে বড় চালান আটক
সুন্দরবন থেকে ৪৩ জেলে আটক, জরিমানায় মুক্তি