জেলের জালে ধরা বিলুপ্ত প্রজাতির ঘড়িয়াল, দেখতে উৎসুক জনতার ভিড়
ফরিদপুরের আলফাডাঙ্গার দিকনগর এলাকায় মধুমতি নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় গ্যাভিয়েল বা ঘড়িয়ালের একটি বাচ্চা।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের দিকনগর ঘাটে জেলেরা ঘড়িয়ালের বাচ্চাটাকে নিয়ে আসলে তা দেখতে ভিড় জমান তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার দিকনগর এলাকার সুধাংশুসহ কয়েকজন জেলে মাছ ধরতে মধুমতি নদীতে জাল ফেলেন। শেষ রাতের দিকে জাল তুলতে গিয়ে জেলেদের চোখে পড়ে জালে আটকা একটি ঘড়িয়ালের বাচ্চা। এটিকে জেলেরা কুমির মনে করে আতঙ্কিত হয়ে পড়েন। পরে পাশে থাকা অন্য জেলেদের সহযোগিতায় ঘড়িয়ালটিকে নৌকায় তোলেন জেলেরা। পরে জেলেরা ঘড়িয়ালটি নিয়ে আসেন দিকনগর ঘাটে। অর্ধমৃত অবস্থায় ধরা পড়া এই প্রাণীটিকে দীর্ঘ সময় ডাঙ্গায় রাখার কারণে মারা যায়। পরে স্থানীয়রা প্রাণীটিকে মৃত অবস্থায় নদীতে ফেলে দেন।
দিকনগর ঘাটে ঘড়িয়ালটিকে আনার পর জেলেদের জালে কুমির ধরা পড়েছে এমন খবর ছড়িয়ে পড়লে সেটি একনজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা। কেউ কেউ প্রাণীটির ছবি তুলে মধুমতি নদীতে কুমির ধরা পড়েছে লিখে ছড়িয়ে দেন ফেসবুকে।
স্থানীয় জেলে সুধাংশু গণমাধ্যমকে জানান, এর আগেও তারা মধুমতি নদীতে কুমির ভাসতে দেখেছেন। কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে মধুমতিতে কুমির ভেসে বেড়ানোর একটি ভিডিও ভাইরালও হয়েছে। দুপুরের দিকে ঘড়িয়ালটি মারা যায়।
আরটিভি/এএএ
মন্তব্য করুন