এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসচাপায় সুমন শেখ (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা কলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গফুর মণ্ডলপাড়ার বাসিন্দা ছালাম শেখের ছেলে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পলাশ জানান, স্থানীয়রা সুমন শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
শিবচর হাইওয়ে থানার এএসআই মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, নিহত সুমন শেখ মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বামনকান্দা এলাকায় পৌঁছামাত্র পেছন দিক থেকে এসে যাত্রীবাহী পরিবহন নড়াইল এক্সপ্রেস মোটরসাইকেলসহ সুমনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস গাড়িটিকে জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
আরটিভি/এএএ-টি
মন্তব্য করুন