• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

সড়কে শৃঙ্খলা ফেরাতে পঞ্চগড়ে থাকবে স্বেচ্ছাসেবীরা

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৫

পঞ্চগড়ে দীর্ঘদিন থেকে অবৈধ যানবাহন চলাচল করায় যানজটসহ সড়কে বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। ‘ট্রাফিক আইন মানব, সুশৃঙ্খল পঞ্চগড় গরব’ এই স্লোগানে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার পঞ্চগড় জেলা প্রশাসন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি শহরে এবার স্বেচ্ছাসেবী ট্রাফিক ব্যবস্থা চালু করা হবে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্বেচ্ছাসেবী ট্রাফিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী কর্মশালার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, ট্রাফিক বিভাগের পরিদর্শক চন্দন কুমার বক্তব্য রাখেন।

বক্তারা জানান, জেলা প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী। কারণ, ট্রাফিক পুলিশ বিভাগের কয়েকজন সদস্য তাদের পক্ষে সড়ক নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হচ্ছে। ছাত্র এবং শ্রমিকরা যৌথভাবে ট্রাফিকের কাজ করলে এ কাজ সহজ হবে। ট্রাফিক পরিদর্শক চন্দন কুমার স্বেচ্ছাসেবী ট্রাফিকদের ট্রাফিক আইনসহ সড়কের শৃঙ্খলা ফেরানোর বিভিন্ন পদক্ষেপ বুঝিয়ে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ছাত্র এবং ইজিবাইক চালকরা যৌথভাবে সোমবার সকাল ৮টা থেকে স্বেচ্ছাসেবী ট্রাফিকরা শহরের ৪টি পয়েন্টে কাজ করবে। তাদের গায়ে থাকবে লাল পোশাক। মুখে থাকবে বাঁশি। প্রতিটি পয়েন্টে ৮জন করে স্বেচ্ছাসেবী ট্রাফিক সদস্য কাজ করবেন।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, পঞ্চগড় শহরে যানজট সমস্যাটিকে এ শহরের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ অবস্থা থেকে উত্তোরণ ঘটাতে জেলা প্রশাসন এই স্বেচ্ছাসেবী ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। গত এক মাস ধরে পরিবহন সংশ্লিষ্ট শ্রমিক মালিক সংগঠনের সঙ্গে আলোচনা করে এ উদ্যোগ নেওয়া হয়। আশা করছি, ট্রাফিক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবী ট্রাফিকরা একসঙ্গে কাজ করলে পঞ্চগড় শহরে যানজট নিরসন এবং শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ
পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু
গুলি করে হত্যার পর যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ