গত দুদিনেও দিনাজপুরের হিলিতে সূর্যের দেখা মেলেনি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে ঘন কুয়াশায় মেঘাচ্ছন্ন হয়ে আছে। ফলে শীতের তীব্রতা বাড়ায় মানুষজন কষ্ট করে চলাফেরা করছেন। শীতবস্ত্রের অভাবে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নিম্নবিত্ত আয়ের মানুষ।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ বলেন, ‘শীত মৌসুমে অতিরিক্ত ঠান্ডার কারণে সর্দি, কাসি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ সব বয়সের মানুষ। শীতের কারণে চরম দুর্ভোগে রয়েছেন ছিন্নমূল মানুষও।’
দিনাজপুর আবহাওয়া অফিস মঙ্গলবার সকাল পর্যন্ত দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৯৫ শতাংশ।
আরটিভি/এমকে