সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে হাসিনাকে ফেরত দিতে হবে: সারজিস
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে।
শনিবার (১৪ ডিসেম্বর) সাড়ে ১১টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থাণে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, শেখ মুজিবের হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই-আগস্টের শহীদদের লাশ কেন তুলতে হবে? আর কোন শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া হবে না।
তিনি বলেন, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন করে পোস্টিং তদবির চলছে। মামলা বাণিজ্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছেন।
সারজিস আলম আরও বলেন, শহীদদের হত্যা মামলাগুলোতে বিচারকার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে। গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ড. ইউনুসও যদি হয় তাকেও ছাড় দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নেতাকর্মীসহ রাজশাহী বিভাগের শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রাজশাহী বিভাগের ৪৬ জন শহীদ পরিবারের মাঝে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
আরটিভি/এমএ-টি
মন্তব্য করুন