ভারতে বাংলাদেশিকে ধর্ষণের পর হত্যা, সুষ্ঠু বিচার দাবি বৈষম্যবিরোধীদের

আরটিভি নিউজ

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ , ০৫:৫০ পিএম


ভারতে বাংলাদেশিকে ধর্ষণের পর হত্যা, সুষ্ঠু বিচার দাবি বৈষম্যবিরোধীদের
ছবি: সংগৃহীত

বাংলাদেশি ২৮ বছর বয়সি এক নারীকে ভারতের বেঙ্গালুরুতে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনও কেন ভারতের হাইকমিশনারকে ডেকে এর জবাব চাওয়া হলো না। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না।

বিজ্ঞাপন

তারা বলেন, এ দেশের মানুষ এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে জানে। আগ্রাসনের বিরুদ্ধে এখন এ দেশের মানুষ সোচ্চার।

প্রতিবাদ সমাবেশ থেকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর প্রতিবাদে দ্রুত ভূমিকা নেওয়ার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

ফেলানী থেকে শুরু করে এ যাবৎ সব হত্যার বিচারের জোড় দাবি তোলা হয় বিক্ষোভ সমাবেশ থেকে। তাদের অভিযোগ, ভারত শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে একের পর এক বাংলাদেশবিরোধী কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জানুয়ারি) বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জানা গেছে, তার স্বামী একজন পরিচ্ছন্নতাকর্মী। তিন সন্তান নিয়ে উত্তর বেঙ্গালুরুতে থাকতেন তারা। ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটতে পারে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, নিহত নারী বাংলাদেশি নাগরিক, যিনি ছয় বছর ধরে এখানে বসবাস করছিলেন। তার কোনো বৈধ কাগজপত্র ছিল না। তবে তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission