খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আশুতোষ চাকমা খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।
বিজ্ঞাপন
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা গণমাধ্যমকে জানান, অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানায় অন্তত ২০টি মামলা রয়েছে।
গত ৪ আগস্ট আশুতোষ খাগড়াছড়িতে শিক্ষার্থীদের ওপর হামলায় আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
আরটিভি/এএএ/এআর