সাতক্ষীরায় আই ডায়াসপোরা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরায় আই ডায়াসপোরা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ডায়াসপোরা সম্প্রদায় এবং বাংলাদেশে বসবাসরত নাগরিক এই দুই পক্ষকে একটি অনলাইন প্লাটফর্মে যুক্ত করার মাধ্যমে একযোগে দেশের অগ্রগতিতে কাজে লাগাতেই iDIASPORA প্লাটফর্মটি সমন্বয় সাধন করবে, যা বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও যেকোন ধরণের সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরায় পিৎজা মিলান মিলনায়তন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা, ক্ষুদ্র উদ্যোক্তা, স্বেচ্ছাসেবী সংস্থা এবং ইয়ুথ ক্লাবকে নিয়ে আয়োজন করা হয়।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আইওএম এর ক্লাইমেট চেঞ্জ এন্ড হিউম্যান মবিলিটি কনসালটেন্ট এস এম মোরশেদ। এ সময় তিনি আইডায়াসপোরা সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন। পরবর্তীতে ক্রিয়েটিভ মিডিয়ার হেড অব ক্রিয়েটিভ মাহাবুব মোর্শেদ রিফাত আইডায়াসপোরা প্লাটফর্মের বিভিন্ন দিক বিশদভাবে ব্যাখ্যা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রসঙ্গত, আই ডায়াসপোরা একটি বৈশ্বিক প্লাটফর্ম। এই প্ল্যাটফর্মটি সাতক্ষীরা অঞ্চলের মানুষদের সঙ্গে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূদ নাগরিকদের সহযোগিতার মেলবন্ধন ঘটাতে সক্ষম হবে।
সাংবাদিক এম কামরুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় অতিথি ছিলেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার'র (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান।
আরটিভি / এএ
মন্তব্য করুন