বিএনপির নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরু আর নেই
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল শরীফ হিরু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
দলীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাছির উদ্দীন কালুসহ নড়িয়া উপজেলা বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক ও সমবেদনা জানিয়েছেন।
এ দিকে তার মৃত্যুতে শোক জানিয়ে মঙ্গলবার নড়িয়া উপজেলা বিএনপির পূর্বঘোষিত বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করেছে নড়িয়া উপজেলা বিএনপি।
আরটিভি/এমকে-টি
মন্তব্য করুন