• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

বিয়ের অনুষ্ঠানে এসে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২৯
বিয়ের অনুষ্ঠানে এসে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এসে নোয়াখালীর এক আওয়ামী লীগ নেতা পুলিশের জালে আটকা পড়েছে। তার নাম এম এ আজিজ (৬৭)। তিনি বর্তমানে কোতোয়ালি থানার পুলিশ হেফাজতে রয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টার থেকে এম এ আজিজকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, আওয়ামী লীগ নেতা আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা দেখা হচ্ছে। যাচাই-বাছাই চলছে। এম এ আজিজ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভা হাজিপুর হালিম কোম্পানির বাড়ি।

উল্লেখ্য, এম এ আজিজ সাবেক সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের বিশ্বস্ত সহযোগী ছিলেন। তিনি চট্টগ্রামে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে এসে পুলিশের হাতে ধরা পড়েন।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের বিক্ষোভ
পাকিস্তানের সেই জাহাজ বন্দর জেটিতে 
কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার
সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা