ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

চট্টগ্রামের মাহফিলে যাওয়ার আগে যা বললেন আজহারী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০৭:২৭ পিএম


loading/img

জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী সম্প্রতি দেশে ফিরেছেন। ফিরেই তিনি একের পর এক তাফসির মাহফিলে বয়ান দিচ্ছেন। তারই অংশ হিসেবে এবার যাচ্ছেন চট্টগ্রামে। সব ঠিক থাকলে শুক্রবার (৩১ জানুয়ারি) ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে তিনি বয়ান করবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

মিজানুর রহমান আজহারী লিখেছেন, চট্টগ্রাম বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল (শুক্রবার, ৩১ জানুয়ারি) থাকছি ঐতিহাসিক প‍্যারেড ময়দানে, ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে।

বিজ্ঞাপন

সবশেষে তিনি লিখেছেন, আসুন, দেখা হবে, কথা হবে।

জানা গেছে, ৫ দিনব্যাপী এই মাহফিল ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে। শেষ হবে ৩১ জানুয়ারি। এতে প্রধান মুফাচ্ছির হিসেবে শেষদিন অংশ নিচ্ছেন মিজানুর রহমান আজহারী। 

বিজ্ঞাপন

এদিকে, মাহফিল সুষ্ঠুভাবে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসলামি সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের।  

আরটিভি/আইএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |