কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মহিম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মহিম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি লোহাগাড়া উপজেলা ছাত্রদলের কর্মী ছিলেন।
আহতরা হলেন- মেহেদী হাসান (১৬) ও মহিমের ভাগিনা মো. নাঈম (১৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মো. মহিমসহ তিনজন মোটরসাইকেলে করে বান্দরবানের সুয়ালক থেকে ফিরছিলেন। দুপুর সাড়ে তিনটার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহিম।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে। তবে মোটরসাইকেলটি পাওয়া যায়নি। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এএএ
মন্তব্য করুন