• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শ্যালিকার, দুলাভাই হাসপাতালে 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৪
ছবি : আরটিভি

টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে পড়ে তাসলিমা খাতুন (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুলাভাই আবুল কালাম আজাদ (৩০) আহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসলিমা বগুড়া জেলার বিসনোপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চাকরি করতেন, আর তার দুলাভাই ঢাকার একটি ওষুধের দোকানে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোটরসাইকেলে করে বগুড়ায় ফিরছিলেন তাসলিমা ও তার দুলাভাই আবুল কালাম আজাদ। পথিমধ্যে আনালিয়া বাড়ি এলাকায় চলন্ত মোটরসাইকেলের চাকার সঙ্গে তাসলিমার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি ভারসাম্য হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

যমুনা সেতু পূর্ব থানার এসআই শহিদুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৪টার দিকে আমরা খবর পাই, আনালিয়া বাড়ি এলাকায় এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে দেখি, মোটরসাইকেলের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি আহত হন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেউ সুষ্ঠু নির্বাচনে বাধা হলে তাকে বিচারের মুখোমুখি করতে হবে: ডা. তাহের
খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
৫ জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১১
ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে সালমান খানের বোন