• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

নড়াইলে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে মামলা 

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২৫, ১৫:৩৪
নড়াইলে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে মামলা 
ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের গোপালপুরে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় সম্প্রতি ২ জনকে অভিযুক্ত করে নড়াইল সদর থানায় মামলা করেছেন ভদ্রবিলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেবি রানী রায়।

বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।

মামলায় অভিযুক্তরা হলেন- নড়াইল সদর উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত শফিউদ্দিন মোল্যার ছেলে গোলাম রব মোল্যা ও ভদ্রবিলা গ্রামের মোহর শেখের ছেলের লিটন শেখ।

মামলার এজহারে বাদি অভিযোগ করেছেন, গত ২৯ ডিসেম্বর ভদ্রবিলা ইউনিয়নের গোপালপুরে সরকারি জমি থেকে চুরি করে গাছ বিক্রি হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পাই, দিঘলিয়া-সারকেলডাঙ্গা মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ১০৬৮ ও ১০৭১ নম্বর দাগের কাঁচা রাস্তা শ্রেণির জায়গায় ৩টি মেহেগনী ও ১টি দেবদারু গাছ চুরি করে অপসারণ এবং বিক্রি করা হয়েছে।

মামলায় বাদী আরও অভিযোগ করেন, তারা জানতে পেরেছেন গাছ ৪টির মূল্য আনুমানিক ২ লক্ষাধিক টাকা। দীর্ঘদিন ধরে এই গাছগুলোর মালিকানা দাবি করে আসছিলেন দিঘলিয়া গ্রামের রব মোল্যা। এরই সুবাদে রব মোল্যার সঙ্গে ৭৫ হাজার টাকার বিনিময়ে গাছগুলো নেওয়ার চুক্তি হয় লিটনের৷ একপর্যায়ে গত ২৮ ডিসেম্বর গাছগুলো কেটে নেন লিটন শেখ।

ভদ্রবিলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেবি রানী রায় বলেন, গাছগুলো সরকারি জমিতে ছিলো। গোলাম রব ও লিটন শেখ গাছগুলো চুরি করে কেটে বিক্রি করেছেন। গোলাম রব আমাদের কাছে লিটনের সঙ্গে চুক্তির কথা স্বীকার করেছেন। তবে লিটনের কাছ থেকে সে কোনো টাকা পায়নি বলে জানিয়েছেন। আমরা লিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সাড়া পায়নি। পরে তাদের নামে থানায় মামলা করেছি।

এ ব্যাপারে জানতে গোলাম রব মোল্যাকে ফোন দিলে তিনি অসুস্থ দাবি করে কথা বলতে অস্বীকৃতি জানান। আরেক অভিযুক্ত লিটন শেখ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি কোনো গাছ কাটিনি। আমাকে ফাঁসানো হচ্ছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
নড়াইলে ইউপি সদস্যকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
নড়াইলে নারী ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু