ঢাকা

পদ্মায় ধরা পড়ল ১১ কেজির বোয়াল, যত টাকায় বিক্রি

আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ১১:৪৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত।

মানিকগঞ্জের হরিরামপুরে জেলের জালে ১১ কেজির বোয়াল ধরা পড়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পদ্মা নদীতে শুকুর আলীর জালে বোয়াল মাছটি ধরা পড়ে।

আন্ধারমানিক আড়তের জেলেরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের জেলে শুকুর আলী পদ্মা নদীতে মাছ শিকার করতে যান। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে জাল টেনে তোলার সময় বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য শুক্রবার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসেন তিনি। পরে ১১ কেজির বোয়ালটি ২০ হাজার ৩০০ টাকায় বিক্রি করেন।

বিজ্ঞাপন

মৎস্য শিকারি শুকুর আলী বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে পদ্মায় জাল তুলতেই বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে।

আড়তদার হৃদয় রাজবংশী বলেন, ১১ কেজির বোয়াল মাছটি আড়তে ২০ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। আরেক আড়তদার সুমন তা কিনেছেন।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম গণমাধ্যমকে বলেন, হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাশ, রুই, কাতল ধরা পড়ে। আজ একটি বোয়াল ধরা পড়েছে বলে শুনেছি।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |