বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের নবনির্বাচিত পরিষদের অভিষেক
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের নবনির্বাচিত নির্বাহী পরিষদ ২০২৫-২০২৬ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) গাজীপুরের বোর্ড বাজারে রাঁধুনী কনভেনশন সেন্টারে বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের নির্বাচন কমিশন চেয়ারম্যান প্রফেসর ড. এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার সদস্য ড. ফরিদুল আলমের সঞ্চালনায় এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত ও সাধারণ সম্পাদক ড. দেবজিৎ রায়সহ বিভিন্ন পদে নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শহীদুল আলম ঝিনুক, উপদেষ্টা পরিষদের সভাপতি এম এ মাহমুদুর রহমান, সাবেক সভাপতি হেলাল উদ্দিন আহমেদ ও ডুয়েট স্টুডেন্ট ফোরাম চট্টগ্রামের (গাংগচিল) সাধারণ সম্পাদক মাইমুল হাসান প্রমুখ।
বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুরের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান সাবেক সভাপতি শহীদুল আলম ঝিনুক।
অভিষেক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম মিজানুর রহমান, নির্বাচন কমিশনার ড. ফরিদুল আলম ও রতন মল্লিককে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
আরটিভি/কেএইচ
মন্তব্য করুন