নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫ , ০১:১৭ পিএম


নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটায় রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামে ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার সময় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, রা‌তে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের তাদের নিজবাড়ি থেকে দুজনকেই গ্রেপ্তার করে সখিপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাব্বি চরভাগা মালত কান্দি গ্রামের বাসিন্দা মাসুদ পাইকের ছেলে। তারা উভয় একই এলাকার বাসিন্দা। সে চরভাগা সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাব্বীর বাড়িতে কেক কেটে  পালন করার কারণে তাকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

সখিপুর থানা অফিসার ইনচার্জ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুইজনকে গ্রেপ্তার করা হয়ছে। সোমবার তাদেরকে আদল‌তে প্রেরণ করা হ‌বে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission