ঢাকাSunday, 11 May 2025, 28 Boishakh 1432

কুড়িগ্রাম থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাবি শাখার সহসভাপতি গ্রেপ্তার

কু‌ড়িগ্রাম উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ০৪:৪১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয়কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্প‌তিবার রা‌তে কু‌ড়িগ্রা‌ম সদর উপ‌জেলার কালির আগলা এলাকা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডি‌বির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান।

গ্রেপ্তার তাওহীদুল ইসলাম দুর্জয় কু‌ড়িগ্রা‌ম সদর উপ‌জেলার আব্দুল মোতা‌লেবের ছে‌লে।

বিজ্ঞাপন

পু‌লিশ জানায়, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র-জনতার ওপর হামলা ও বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ক‌রে আসছিলেন দুর্জয়। আওয়ামী সরকা‌রের পতনের পর দুর্জয় বি‌ভিন্ন জায়গায় আত্ম‌গোপ‌নে ছি‌লেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চা‌লি‌য়ে ১৬ এপ্রিল রা‌তে কা‌লির আলগা এলাকা থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডি‌বির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্জয়কে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠা‌নোর নির্দেশ দিয়েছেন।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |