মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা আগামী দুইদিনের মধ্যে অবৈধ ড্রেজার বন্ধ না হলে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ি অবরোধ করার ঘোষণা দেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন, কাঁঠালবাড়ি ইউনিয়ন সাবেক ইউপি সদস্য তোতা মিয়া হাওলাদার, সাবেক ইউপি সদস্য লতিফ খান, সাবেক ইউপি সদস্য মাহমুদ ফকির, কৃষক কালা মিয়া হাওলাদার, হিরুন চৌকিদার, মান্নান মুন্সিসহ কাঁঠাবাড়ি ইউনিয়নের কয়েক হাজার মানুষ।
আরটিভি/কেএইচ