• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের সাজা

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮
ছবি : আরটিভি

পাবনার সদর উপজেলার চরতারাপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা ও একজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘী গোয়ালবাড়ি এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে চরতারাপুর ইউনিয়নের রশিদ প্রামাণিক, শাহিন আলমের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। সেই সংবাদ পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসিল্যান্ড মুরাদ হোসেন জানান, অভিযানে রশিদ প্রামাণিককে ৫০ হাজার টাকা ও শাহিন আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিজানুর রহমান নামে একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযান পরিচালনার সময় চারতারাপুর ইউনিয়নের পুলিশ বিট অফিসার মোহাম্মদ ইব্রাহিম খান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বালু উত্তোলনে বাধা দেওয়ায় কৃষককে হত্যা 
শিবচরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ 
ঈশ্বরদীতে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
সাবেক ডেপুটি স্পিকার টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ