ঢাকা

নড়াইলে ফেনসিডিলসহ আটক ২

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ , ০৭:৫৩ পিএম


loading/img
ছবি : আরটিভি

নড়াইল সদর উপজেলায় ১০০ বোতল ফেনসিডিলসহ শাহাবুদ্দিন ইসলাম (৩১) ও আল মিরাজ (১৯) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সদর উপজেলার গোচর এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।

আটক শাহাবুদ্দিন ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বসতিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে ও আল মিরাজ একই থানার দৌলতগঞ্জ পাড়ার রায়হান ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

গোয়েন্দা পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) টিটু আলী ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল সদর উপজেলার গোচর এলাকায় অভিযান চালায়। পরে এ অভিযানে গোচর ভূমি অফিসের প্রধান গেটের সামনের সড়ক থেকে সন্দেহজনকভাবে শাহাবুদ্দিন ইসলাম ও আল মিরাজ নামে দুই যুবককে আটক করে পুলিশ। এ সময় তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |