• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (পটুয়াখালী), আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২৫, ১৪:০২
ফাইল ছবি।

পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক থেকে তৃষা বিশ্বাস (২২) নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৭টায় তৃষা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।

তৃষা বিশ্বাস মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। তিনি ২০২৩ সালের নভেম্বর মাসে চাকরিতে যোগ করেন।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাইনুল হাসান বলেন, পারিবারিক কারণে তৃষা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তৃষার সহকর্মীদের বরাত দিয়ে আহমাদ মাইনুল হাসান আরও জানান, কয়েকদিন আগে ওই নারী কনস্টেবল চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসা নেননি।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেড় মাসের আন্দোলনে সরকার পতন হয়েছে ভাবা লোকজন বোকার স্বর্গে আছেন’
নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গিটারিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ