হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৬ জানুয়ারি ২০২৫ , ০২:৩৮ পিএম


হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
ছবি : আরটিভি

ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ), পরে বিজিবির পক্ষ থেকেও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। 

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার রোহিত শর্মা বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার শাহাদৎ হোসেন এর হাতে মিষ্টি তুলে দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। পরে বিজিবির পক্ষ থেকে ও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে সকালে ভারতীয় অভিবাসন পুলিশের পক্ষ থেকে বিজিবি ইমিগ্রেশন ও কাস্টমসকে মিষ্টি উপহার দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। সীমান্তে সৌহার্দ্য সম্প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলিতে দুই বাহিনীর পক্ষ থেকে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে। দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে এই ধরনের রেওয়াজ চলে আসছে বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission